নাইজেরিয়ায় বন্যায় অন্তত ৪৯ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় নাইজেরিয়ায় অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলের এই বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। খবর রয়টার্সের।

সোমবার নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনইএমএ) বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির মুখপাত্র মানজো ইজেকিয়েল বলেছেন, বন্যায় উত্তর-পূর্বের তিন রাজ্য- জিগাওয়া, আদামাওয়া ও তারাবায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় এই তিন রাজ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ৩৪৪ জন বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে দেশটির প্রায় ৬৯৩ হেক্টর কৃষিজমি বন্যার পানিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশটির ৩৬টি রাজ্যের মধ্যে অন্তত ৩১টি রাজ্য ‌‌বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এর আগে, ২০২২ সালে নাইজেরিয়া ভয়াবহ বন্যার মুখোমুখি হয়। সে সময় দেশটিতে বন্যায় ৬ শতাধিক মানুষের মৃত্যু এবং প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। এছাড়াও ৪ লাখ ৪০ হাজার হেক্টর কৃষিজমির ফসল বন্যার পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights