নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীকে বেঁধে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় রেজাউল করিম মালা নামে এক শিল্পপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় এই ঘটনা ঘটে। রেজাউল করিম মালা ফতুল্লার সস্তাপুর এলাকার ঢাকা টেক্সটাইলের মালিক।
এদিন সকালে অস্ত্রধারী মুখোশ পরিহিত ডাকাত দল প্রথমে জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করেন। এরপর রেজাউল করিমের ছেলে ও ছেলের বউয়ের হাত পা বেঁধে এলোপাথারী পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
রেজাউল করিম মালা বলেন, ভোর রাতে দুতলা বাড়ির পিছনের জানালার গ্রীল কেটে ৬জন ডাকাত ঘরের ভিতর প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিলো। এছাড়া ঘরের বাইরেও ডাকাত দলের সদস্যরা দাঁড়িয়ে ছিলো। প্রত্যেকের মুখেই কাপড় বাঁধা ছিলো। ডাকাতরা প্রথমে ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের হাত পা বেঁধে ফেলেন।
তিনি আরও বলেন, তারা চিৎকার দেয়ার চেষ্টা করলে ৬ জন ডাকাত এক সাথে আলাউদ্দিন ও তার স্ত্রীকে এলোপাথারী মারধর করে। তখন আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে অলংকার ও আলমারী থেকে আরও স্বর্ণালংকার সহ ৪০ ভরি অলংকার লুটে নেয়। এরপর বাসার নিচ তলায় নেমে ডাকাতরা আলমারী ভেঙ্গে নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
আলাউদ্দিন বলেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়। এ বিষয়ে আমরা থানায় মামলা করবো।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। সেই সাথে সিসিটিভি ফুটেজ ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।