‘নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিতে হবে’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিতে হবে। সংস্কার বহমান নদীর মতো। এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে। একটি সরকারই সংস্কার শেষ করবে, এটি সঠিক নয়।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, আমেরিকার নির্বাচনের পর অনেকেই মনে করছে বাংলাদেশের অবস্থার পরিবর্তন হবে। আমেরিকার দল বা প্রেসিডেন্ট পরিবর্তন হলেই নীতির পরিবর্তন হবে, ইতিপূর্বে এমনটি লক্ষ্য করা যায়নি। আন্তর্জাতিক এবং স্থানীয় ক্ষেত্রে আমেরিকার নীতি পরিবর্তন শ্লথ গতিতে হয়।
তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কে দুদু বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তবে আইনগত ও দেশের পরিস্থিতি বিবেচনা করে তিনি দ্রুতই দেশে ফিরবেন।

দুদু বলেন, ৫ আগস্ট ঐতিহাসিক পরিবর্তন হয়েছে। এদিন ফ্যাসিবাদের আনুষ্ঠানিক পতন হয়েছে। ৫ আগস্টের পর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অবস্থা তৈরি হয়েছে।

তিনি বলেন, একাত্তরে স্বাধীনতার পর মুক্ত বাংলাদেশ, স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এজন্য ২০২৪ সালের ৫ আগষ্ট গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অবস্থা তৈরি হয়েছে।

অর্ন্তবর্তীকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, গত তিন মাসে দেশের মানুষের সব প্রত্যাশা পূরণ হয়েছে, এমনটি নয়। এজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের দ্বারা দেশ পরিচালনার প্রয়োজন দেখা দিয়েছে। তিনি বলেন, দেশে যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক সরকার না আসবে, ততদিন পর্যন্ত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ হয়েছে মনে করা ঠিক হবে না।

আওয়ামী সরকারের মন্ত্রী হাছান মাহমুদের ‘বিএনপিকে নিয়ে দেশ গড়া’র প্রত্যাশাকে তিনি ‘পাগলের প্রলাপ’ বলে মন্তব্য করেছেন। দলের মহাসচিবকে উদ্ধৃতি করে তিনি বলেন, হাছান মাহমুদের বক্তব্য ‘ভুতের মুখে রাম-নাম’।

দুদু বলেন, তাদের সময় দেশে গণতন্ত্র ছিলো না। এজন্য তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights