নির্বাচন নিয়ে মানুষের মাঝে শঙ্কা বিরাজ করছে : জিএম কাদের

অনলাইন ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘নির্বাচন সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে হবে কি না তা নিয়ে আশঙ্কা আছে। নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষ চিন্তিত। নির্বাচন নিয়ে মানুষের মাঝে শঙ্কা বিরাজ করছে। ভবিষ্যতে আমাদের কী হবে এ নিয়ে মানুষ অতঙ্কিত।

আজ সোমবার জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে বনানী কার্যালয়ে মিলনায়তনে ‘উপজেলা ব্যবস্থা প্রবর্তন দিবস’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য দেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, সাইফুদ্দিন আহমেদ মিলন, শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, শ্রমিক পার্টির সভাপতি একেএম আশরাফুজ্জামান খান প্রমুখ।
জিএম কাদের আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে উপজেলা ব্যবস্থা প্রবর্তনের মতো এত বড় কল্যাণকর সিদ্ধান্ত পল্লীবন্ধু ছাড়া আর কেউ নিতে পারেনি।’

এ সময় তিনি শ্রদ্ধাভরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করেন। জিএম কাদের বলেন, ‘লুটপাটের জন্য মেগা প্রকল্প তৈরি করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights