নোবিপ্রবিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিল শতাধিক শিক্ষার্থী
শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারের সহযোগিতায় ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরীক্ষার আয়োজন করে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারের সহযোগিতায় ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরীক্ষার আয়োজন করে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এ উপলক্ষে আয়োজিত ‘হেলথ অ্যাওয়ারনেস ফর বেটার লাইফ’ শীর্ষক আলোচনা সভায় উপাচার্য বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। যারা চিকিৎসা সেবায় যুক্ত রয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
ক্যাম্পে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ইলিয়াস ও তার দল বিভিন্ন ডায়াগনস্টিক ও মেডিকেল চেকআপের প্রশিক্ষণ দেন। শিক্ষার্থীরা এই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগাতে পারবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।
সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবির চিফ মেডিকেল অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। আলোচনায় অংশ নেন মেডিসিন ও কগনিটিভ নিউরোলজি বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ইলিয়াস।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপাচার্য মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন।