পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে করে এ জেলায় গত চারদিন ধরে কনকনে শীত অনূভূত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় এ জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৩ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৪ ডিগ্রি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন জানান, বৃহস্পতিবার এ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত মঙ্গলবার (২ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights