পর্তুগালে ভয়াবহ দাবানল, উদ্ধারকর্মীদের পাশে বাংলা প্রেসক্লাব

পর্তুগাল প্রতিনিধি
পর্তুগালের চলমান ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিম জেলাগুলোর বেশির ভাগ এলাকা। জেলাগুলোর বনাঞ্চলের প্রায় ১২৪ হাজার হেক্টর এলাকাজুড়ে চলমান দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপণ বিভাগের কয়েক হাজার উদ্ধারকর্মী ও সেচ্ছাসেবকরা।

এই দাবানলে শনিবার পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে তিনজনই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী।

এই দুর্যোগে উদ্ধারকর্মী এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাব।
শনিবার বিকালে বাংলাদেশি অধ্যুষিত মারতিম মনিজ এলাকার অগ্নিনির্বাপণ বিভাগের সাপাদরেস কার্যালয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে উদ্ধারকর্মীদের জন্য ওষুধ, পানি ও জুসসহ জরুরি খাদ্যপণ্য তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

দুর্যোগ মোকাবিলায় জরুরি পণ্য গ্রহণ করে অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তারা। এই সময়ে পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ফায়ার সার্ভিসের দায়িত্বরত কমান্ডার। সেই সাথে এ ধরনের জাতীয় বিপর্যয়ে বাংলাদেশিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘটনাকে তারা অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।

দাবানলের বিষয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, গত কয়েকদিন ধরে পর্তুগালের উত্তর পশ্চিমাংশে জেলাগুলোতে দাবানলে কয়েকটি এলাকা পুড়ছে। দাবানল থেকে বনাঞ্চল ও সাধারণ জনগণকে রক্ষা করতে দিনরাত প্রাণান্তর কাজ করে যাচ্ছেন অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা। ইতোমধ্যে শুধুমাত্র আভিইরো শহর থেকে প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি এলাকায় আগুন নেভানোর পাশাপাশি তল্লাশি করছেন তারা। শনিবার পর্যন্ত এই দুর্যোগে নিহত সাতজনের মধ্যে তিনজনই অগ্নিনির্বাপণ বিভাগের কর্মী এবং আহত হয়েছেন অন্তত ১২০ জন।

জরুরি পণ্য হস্তান্তরের সময় পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক এনামুল হক, নির্বাহী সদস্য রাসেল আহম্মেদ, শহীদ আহমদ প্রিন্স, শাহ মোহাম্মদ তানভীর, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, সহ-সভাপতি এস এম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights