পাঁচ বছর পর চবি সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন

চবি প্রতিনিধি

পাঁচ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ নীতি নির্ধারণী এই পর্ষদের নির্বাচন চার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে। এতে অধ্যাপক ক্যাটাগরিতে সাদা দলের প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচিত এই শিক্ষক প্রতিনিধিরা আগামী দুই বছর সিন্ডিকেটে শিক্ষকদের প্রতিনিধিত্ব করবেন। তবে এখনো বাকি রয়েছে ডিন ও প্রভোস্ট ক্যাটাগরিতে নির্বাচন।

আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় নির্বাচন। বেলা তিনটার দিকে ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার কেএম নুর আহমদ।
অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন সাদা দলের প্রার্থী ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে আওয়ামীপন্থি হলুদ দলের প্রার্থী অর্থনীতি বিভাগের ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী।

এছাড়াও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে হলুদ দলের প্রার্থী বাংলা বিভাগের মোহাম্মদ আলী এবং প্রভাষক ক্যাটাগরিতে হলুদ দলের প্রার্থী ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক মো. মোয়াজ্জেম হোসাইন।

নির্বাচনে মোট ৪ পদের মধ্যে ৩ টিতেই আওয়ামী ও বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দলের প্রার্থীরা জয় লাভ করেছেন। একটিতে জামায়াতপন্থী শিক্ষক নির্বাচিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যাক্ট-১৯৭৩ অনুসারে আগামী ২ বছর সিন্ডিকেট সদস্যের দায়িত্ব পালন করবেন নির্বাচিত সদস্যরা।

এদিকে সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দিলেও ডিন ও প্রভোস্ট ক্যাটাগরিতে নির্বাচন না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ শিক্ষকরা। এছাড়া সিন্ডিকেটে একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি ও সিনেট কতৃক মনোনীত একজন বিশিষ্ট নাগরিকের পদটি শূন্য রয়েছে দীর্ঘদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights