পাওনা টাকা আদায় করতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাওনা টাকা আদায় করতে শিকল দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মনি মল্লিক, প্রান্ত সিংহ হাজারী ও রাজিব মল্লিক।

শনিবার সকালে নগরীর হাজারীগলি এলাকা থেকে ভুক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, কয়েক দিন আগে মো. ফারুক নামে এক রিকশা চালককে ১০ হাজার টাকার মাছ ক্রয় করে বিক্রি করতে দেন অভিযুক্ত মনি মল্লিক। কিন্তু ফারুকের বাবা অসুস্থ হয়ে পড়লে গ্রামের বাড়ি চলে যান। গত ২ মার্চ তিনি শহরে ফিরে আসেন।

এ খবর পেয়ে মনি ও তার সহযোগীরা শুক্রবার তাকে ধরে আনেন। হাজার গলি এলাকায় এনে শিকল দিয়ে বেঁধে রেখে পুরো রাত নির্যাতন চালায়। শনিবার সকালে ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ফারুককে শিকল বন্দী অবস্থায় উদ্ধার করে। পরে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights