পাটকেলঘাটায় সড়কে ফেলে রাখা হচ্ছে মৃত গরু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর ভৈরব নগর এলাকায় মরা গরুর ভাগাড় করায় দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে পথচারীরা। জানা গেছে, দীর্ঘ এক বছর ধরে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের খুলনা-সাতক্ষীরার প্রধান এই সড়কের ভৈরবনগর ও মিঠাবাড়ী এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া গরু ফেলে রাখা হচ্ছে। এলাকার লোকজন এসব মৃত গরু গর্তে না পুঁতে সড়কটির উপর ফেলে রাখায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বাতাসে মাইলের পর মাইল দুর্গন্ধ ছড়ানোয় পরিবেশ চরম ভাবে দুষিত হচ্ছে। এতে রাস্তায় চলাচলকারী পথচারি ও এলাকার বসবাসরত ঘর-বাড়িতে লোকজন প্রকট দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। অনেকে অসুস্থ হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। রাস্তার ধারে যত্রতত্র ভাবে ফেলেরাখা মৃত পশুর প্রকট পঁচা দুর্গন্ধে ওই এলাকার কৃষকরা ক্ষেতে ও মৎস্য ঘেরে কাজ করতে পারছে না।

সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলামের কাছে বিষয়টির প্রতিকার সম্পর্কে জানতে চাইলে তিনি বার বার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

সাতক্ষীরা নাগরিক কমিটির নেতা আলিনুর খান বাবলু জানান, বিষয়টি দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের। কিন্তু সেটি তারা না দেখায় এলাকার পরিবেশ দূষিত হয়ে জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছে। পশুর বর্জ্য ও মৃত পশুর পঁচা দুর্গন্ধে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম বিষটি নিয়ে এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেননি। এসব দেখার তার কোন মাথা ব্যথা নেই।
নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, মহাসড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াত করেন। এভাবে মৃত গরু ফেলে রাখার কারনে প্রকট দুর্গন্ধে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights