পাঠানের সফলতা, যা বললেন পরিচালক
অনলাইন ডেস্ক
শুরুতে বিতর্ক, তারপর যা ঘটেছে তা রীতিমতো অবিশ্বাস্য। তরতর করে ছুটছে শাহরুখ খান, দীপিকা পাড়ুুকোন ও জন আব্রাহাম অভিনীত সিনেমা পাঠান।
ভারতের সব রাজ্যেই ভাল সাড়া পেয়েছে পাঠান। কোথাও কোথাও সেই সাড়া পৌঁছে গেছে অবিশ্বাস্য পর্যায়ে। চার বছর পর শাহরুখ সিনেমায় ফিরেছেন। ভক্তরাও তাই লুফে নিচ্ছে ভরপুর অ্যাকশনের পাঠান।
প্রথম দিনেই ৫৫ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে শাহরুখের পাঠান। সিনেমাটির এমন সাফল্যে আপ্লুত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তিনি জানিয়েছে, তিনি অবিশ্বাস্য রকম অভিভূত।
সিদ্ধার্থ বলেছেন, ইতিহাস রচনা হয়েছে। সবাই এটা চায়, কিন্তু কেউ পরিকল্পনা করে এটা করতে পারে না। আর যখন এটা হয়ে যায়, তখন অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আসে। আমি এই মুহূর্তে অবিশ্বাস্যরকম অভিভূত বোধ করছি। ভবিষ্যতে আরও বিশেষ কিছু নিয়ে দর্শকদের সামনে আসার অনুপ্রেরণাও পাচ্ছি। আমার মনের অবস্থা এখন সেরকমই।
এই পরিচালক আরও বলেছেন, আমি সবসময় বিশ্বাস করি সিনেমার আসলে কোনো ভাষা নেই। যদি মানুষকে যুক্ত করতে পারে তবে সিনেমা একটা আবেগ। আর পাঠান তেমনটা পেরেছে বলেই মনে করেন সিদ্ধার্থ।
সূত্র: এনডিটিভি