পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু
মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ওই এলাকার মমিন উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মাতুব্বর (৭৫)।
বুধবার বিকেলে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের খান্দুলি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সালাউদ্দিন প্রতিদিনের মতো তার নিজবাড়ীর পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে প্রতিবেশী আবদুল্লাহ মাতুব্বর পুকুরে গোসল করতে আসলে মরদেহ ভাসতে দেখেন। পরে বাড়ির লোকজনের সহায়তায় পুকুর থেকে তার ভাসন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ডাসার থানার (ওসি তদন্ত) মনজুরুল মোর্শেদ জানান, বুধবার রাতে খবরটি শুনেছি।