পাবনায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে হত্যা
পাবনা প্রতিনিধি:
পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রী ও তার শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলো- লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) দিঘুলিয়া গ্রামের মালোয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী ও সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পরে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে। তারা এতটাই সহজ সরল যে বলতে গেলে কারো সাথে কোন শত্রুতাই ছিল না। কে বা কারা তাদের এভাবে হত্যা করেছে সেটা প্রশাসন ভালো বলতে পারবেন।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, মা-ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কারা, কেন ও কীভাবে হত্যা করেছে, এটা বের করতে আমাদের সময় লাগবে। এরই মধ্যে কিছু ক্লু আমরা পেয়েছি। সেই ক্লু ধরেই তদন্ত শুরু করেছি। আশা করছি, আমরা দ্রুত সময়ের মধ্যে এ হত্যার রহস্য উন্মোচন করতে পারব।