পাবিপ্রবিতে ছাত্রলীগের র‌্যাগিং ও যৌন নিপীড়ন বিরোধী পদযাত্রা

পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) র‌্যাগিং ও যৌন নিপীড়ন বিরোধী শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক পদযাত্রা বের করা হয়। পদযাত্রটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কেএম সালাউদ্দীন, প্রক্টর ড. মো. কামাল হোসেনসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পদযাত্রা শেষে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহ বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে পাবিপ্রবিতে আমরা আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য র‌্যাগিং এবং যৌন নিপীড়ন বিরোধী ক্যাম্পেইন করেছি।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পরিচয় পর্বের নামে নবীন শিক্ষার্থীদের সঙ্গে যে ধরনের অশোভন আচরণ, শারীরিক নির্যাতন ও যৌন হয়রানি করা হয় সেটা খুবই বিব্রতকর এবং দণ্ডনীয় অপরাধ। যার ফলশ্রুতিতে শিক্ষাঙ্গানে স্বাভাবিক পাঠদানের পরিবেশ বিঘ্নিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ কখনই এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন ও প্রশ্রয় দেয় না। শিক্ষাঙ্গানে এই ধরনের কর্মকাণ্ড ফৌজদারী অপরাধের শামিল বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights