পাল্টা আক্রমণে ধীরে ধীরে মাটি পাচ্ছে ইউক্রেনীয় বাহিনী
অনলাইন ডেস্ক
অঘোষিত সফরে ইউক্রেনে গেছেন পাশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। সেখানে তিনি বলেছেন, পাল্টা আক্রমণে ইউক্রেনীয় বাহিনী ধীরে ধীরে মাটি পাচ্ছে (ভিত্তি অর্জন করছে)।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে কথা বলেন স্টলটেনবার্গ। তিনি বলেন, রাশিয়ার সেনারা সাম্রাজ্যবাদী মোহে পড়ে যুদ্ধ করছে।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের সঙ্গে ২.৪ বিলিয়ন সমরাস্ত্র চুক্তিতে রয়েছে ন্যাটো। এই কাঠামোর আওতায় তাদেরকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে।