পাহাড়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনীর পদাতিক ইউনিট ‘অদ্বিতীয় দুই’ অধীনে শীতবস্ত্র বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. জুলকিফলী আরমান বিখ্যাত।

এসময় জুরাছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. এহতে শামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, জুরাছড়ি থানার কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম, জুরাছড়ি উপজেলা পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার উত্তম কুমার চাকমা ও ৮ নং ওয়ার্ডের মেম্বার বকুল কুমার চাকমা উপস্থিত ছিলেন।

জুরাছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত বলেন, সেনাবাহিনী পাহাড়ের শান্তি সম্প্রীতি উন্নয়নে পাশাপাশি জনকল্যাণে কাজ করছেন। একই সাথে সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে সেনাবাহিনী। তিনি আরও বলেন, সম্প্রতি তীব্র শীত অনুভূত হচ্ছে পাহাড়ে। পাহাড়ের প্রান্তীক জনগোষ্ঠীদের জন্য শীতবস্ত্র বিতরণের করা হচ্ছে। তাই স্থানীয়দের জানমালের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের সহায়তায় এগিয়ে আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে জুরাছড়ি উপজেলার যক্ষাবাজার, বেলতলা ও কাঠালতলী এলাকার প্রায় ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্রসহ অন্যান্য সামগ্রী তুলে দেন সেনা সদস্যরা।

এসময় জুরাছড়ি উপজেলা পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার উত্তম কুমার চাকমা বলেন, সেনাবাহিনীর দুস্থ ও অসহায় জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ অত্যন্ত প্রশংসনীয়। এ তীব্র শীতের মধ্যে যেসব জনগোষ্ঠী দুঃখ- কষ্টে দিনযাপন করছে তারা বিনামূল্যে এ শীতবস্ত্র পেয়ে আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights