পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে পুকুরে ডুবে কাশেফা মনি নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে শীলকূপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোরশেদুল আলমের কন্যা। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পানিতে পড়া এক শিশুটিকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে আনেন। তবে হাসপাতালে আনার আগেই ওই মৃত্যু হয়েছে।
জানা যায়, শিশুটি বাড়ির উঠোনে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।