প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিঃ সুবর্ণচরে প্রতিবাদ ও শান্তি সমাবেশ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদ, দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবিতে নোয়াখালী সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

৫ জুন (সোমবার) বিকেল ৩ টায় উপজেলার হারিছ চৌধুরী বাজারে জিরো পয়েন্টে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার উদ্দিন খেলন, সুবর্ণচর উপজেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান দিপক, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার ডিপটি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, চর জব্বর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইয়াছিন আরাফাত, আওয়ামিলীগ নেতা বাবু্ল চৌধুরী, চরজুবলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন বাবলু।

এসময় আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ানম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, আওয়ামিলীগ নেতা এডভোকেট জসিম, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু্ল কালাম আজাদ, বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছায়েদল হক ভূঁইয়া, আবুল হাশেম কোম্পানীসহ আওয়ামালীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।।

বক্তারা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার কল্যাণে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামাত চক্রান্তে মেতে উঠেছে। তারা দেখেছে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে হারানো সম্ভব নয়। তারা একাধিকবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। বিএনপি-জামাত যদি কোনভাবে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে।’

প্রধান অতিথি বাহার উদ্দিন খেলন বলেন, নেত্রীকে নিয়ে সারা বিশ্ব অহংকার করে তাকে বিএনপি নেতা হুমকি দেয়, আমাদের নেত্রীর জন্ম ক্যান্টনমেন্ট থেকে হয়নি। তিনি রাজপথ থেকে নেত্রী হয়েছেন। তাকে হুমকি ধমকি দিয়ে কোন কাজ হবেনা।

প্রসঙ্গত, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। পরে এ ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ২২ মে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights