‘প্রমাণ’ দিয়ে সুবিচার চাইলেন ম্যাথিউস!

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ‘টাইমড আউট’ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপর থেকেই তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। ক্ষোভে ফুঁসছেন ম্যাথিউসও। সংবাদ সম্মেলনেই তিনি দাবি করেছিলেন, তার সঙ্গে অন্যায় করা হয়েছে।

এই অভিজ্ঞ লঙ্কান অলরাউন্ডার জানিয়েছিলেন, তার কাছে ভিডিও ফুটেজ আছে যা তার দাবির পক্ষে প্রমাণ হিসেবে কাজ করবে। এবার সেই ফুটেজ প্রকাশ করে আইসিসির কাছে সুবিচার চাইলেন তিনি।

নিজের যুক্তির স্বপক্ষে যুক্তি হিসেবে কয়েকটি ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে ম্যাথিউস লিখেছেন, ‘প্রমাণ! ক্যাচ ধরা থেকে শুরু করে হেলমেটের স্ট্র্যাপ খুলে যাওয়া পর্যন্ত সময়।’ আরেকটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হেলমেট বদলানোর পরও আমার হাতে পাঁচ সেকেন্ড সময় ছিল। চতুর্থ আম্পায়ার কি দয়া করে এটা শোধরাতে পারবেন? মানে নিরাপত্তা কারণে হেলমেট ছাড়া বোলারের মুখোমুখি হতে পারতাম না। এটা প্রতারণা; আমি সুবিচার চাই।’ আরেকটি পোস্টে ভিন্ন একটি ভিডিও পোস্ট করে ম্যাথিউস লিখেছেন, ‘আমি এখানেই ক্ষান্ত দিচ্ছি! বাকিটা আপনারাই সিদ্ধান্ত নিন।’
বিতর্কিত ঘটনাটি ঘটে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ২৫তম ওভারে। সাদিরা সামারাবিক্রমা সাকিবের বলে আউট হওয়ার পর ক্রিজে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু যে হেলমেট নিয়ে তিনি নেমেছিলেন, সেটি নিয়ে সংশয় ছিল তার। পরে আরেকটি হেলমেট আনা হয়, তবে তাতেও সন্তুষ্ট হননি।

এর মধ্যে আম্পায়ারের কাছে এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পরে তিনি জানিয়েছেন, তাকে এসে এক ফিল্ডার মনে করিয়ে দিয়েছেন নিয়মটি। ওই নিয়মে বলা আছে, ‘কোনো ব্যাটার আউট হয়ে যাওয়া বা অবসর নেওয়ার পর যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বল মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে টাইমড আউট হতে হবে।’

সাকিবের আবেদনে নিয়ম অনুযায়ী সাড়া দেন আম্পায়ার। কারণ ততক্ষণে পেরিয়ে গেছে প্রায় পাঁচ মিনিট। এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি ম্যাথিউজ। সাজঘরে ফেরার সময় হেলমেট ছুড়ে মারেন তিনি। এ ঘটনার পর ম্যাচেও কয়েকবার উত্তেজনা ছড়ায় দুই দলের ক্রিকেটারদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights