ফরিদপুরে মসজিদের মুসল্লিকে পিটিয়ে হত্যা, আটক ১
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের বদরপুরে অবস্থিত মারকাজ মসজিদের গোসলের সময় সাবান নিয়ে বাগ বিতন্ডায় এক মুসল্লিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ব্যক্তিকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ২টার দিকে। খবর পেয়ে পুলিশ বিকাল ৫টার দিকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম আব্দুল জলিল (৭০)। তার বাড়ী মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের মারকাজ মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলিগের উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে বের হন মুসল্লিরা। ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মারকাজ মসজিদে আসেন। তাবলিগে যাবার জন্য মধুখালীর আব্দুল জলিল গত মঙ্গলবার মারকাজ মসজিদে আসেন। বুধবার দুপুরে গোসলের সময় সাবান ব্যবহার করা নিয়ে স্থানীয় ডোমরাকান্দি এলাকার মুসল্লি মান্নান মুন্সীর সাথে আব্দুল জলিলের বাগ-বিতন্ডা হয়। একপর্যায়ে মান্নান মুন্সী কাঠের চলা দিয়ে আব্দুল জলিলকে বেদম আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল মারা যায়। পরে ঘাতক মান্নান মুন্সীকে মুসল্লিরা আটকে রাখে। বিকেলে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মান্নান মুন্সীকে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি এম এ জলিল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক মান্নান মুন্সীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।