ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক.
আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলার ঐতিহাসিক অম্বিকা ময়দানে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মো. শামীম হক, সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ কে আজাদ, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাক মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল আলীম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-মানবাধিকার বিষয়স সম্পাদক আমিনুর রহমান সোহেল, উপ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তানভীর আকতার শিপার, কার্যনির্বাহী সদস্য আদনান সুমন ও রাজীবুল হাসান রাজীব।
সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শওকত আলী জাহিদ, সঞ্চালনা করেন সদস্য সচিব ফয়সাল আহম্মেদ রবিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিষদ সদস্য মো. ওয়াহিদুজ্জামান তুষার, বিপুল কুমার বিশ্বাস, মেহেদী হাসান এবং সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দ, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।