ফিলিস্তিনিদের প্রতিরোধ মুক্তির জন্য বৈধ আন্দোলন : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ফিলিস্তিনি প্রতিরোধকে দখলদার ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে একটি মুক্ত ও বৈধ আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছেন।

বুধবার জেনেভায় জাতিসংঘের বেশ কয়েকজন কর্মকর্তা, মানবিক সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কিছু বিদেশি রাষ্ট্রদূতের উদ্দেশে আমির আবদুল্লাহ বলেন, দখলদার সরকারের বৈধ প্রতিরক্ষার অধিকারের কোনো যুক্তি ও ভিত্তি নেই।

ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং গাজায় ইহুদিবাদী সরকারের আগ্রাসনের কথা উল্লেখ করে শীর্ষ ইরানি কূটনীতিক পুনরায় বলেন, দখলদার ও বর্ণবাদী ইসরায়েলি সরকার আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং গাজা ছিটমহলে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে গণহত্যা চালানোর ওপর জোর দিচ্ছে।
তিনি বলেন, গাজায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নৃশংসতায় বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয় থাকা উচিত নয়। জেনেভা কনভেনশনের নীতিগুলি বজায় রাখা এবং একটি পূর্ণ মাত্রার গণহত্যা রোধ করার প্রতিশ্রুতি সম্পর্কে তাদের আরও গুরুতর করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights