ফুলপুরে গৃহবধূর আত্মহত্যা

ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে নিজ বসতঘরে দিনদুপুরে ৩ সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের নাকাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রুমানা আক্তার (২৫)। সে ওই গ্রামের শাহেদ আলীর ছেলে সরচাপুর ঘাটপাড়ে ইলেকট্রিক দোকানদার ও মিস্ত্রি এনামুলের স্ত্রী। তার ৩টি ছেলে সন্তান রয়েছে।

জানা যায়, সকালে রান্না করে পরিবারের সবাইকে খাওয়া-দাওয়া করিয়েছেন রুমানা। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের সুরতহাল তৈরির সময় কনস্টেবল রুমা আক্তারের সাথে এসআই জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রুমানার লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights