ফুলবাড়ীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“দুনিয়ার মজদুর এক হও,
বাঁচার জন্য লড়াই করো”
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, জাতীয় শ্রমিক লীগ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ শ্রমিক, ড্রাইভার শ্রমিক, মটর শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেয়।
সোমবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় ও বিভিন্ন শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে ঘুরে এসে ফুলবাড়ী বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সব শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে সমাবেত হয়ে আয়োজনের সমাপ্তি হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক কবির হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মুকুল মিয়া, ফুলবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম এর সভাপতি আব্দুল মালেক লেচু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ড্রাইভার শ্রমিকের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল হক, হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।