ফোন চুরির পর পালাতে গিয়ে লেকে ডুবলো চোর
অনলাইন ডেস্ক
মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে এক ব্যক্তি গুলশান লেকে ডুবে গেছেন বলে জানা গেছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৩ এর কর্মকর্তা শফিকুল ইসলাম।
তিনি বলেন, আজ সকালে মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে পানিতে লাফ দেয় চোর। কিছুদূর সাঁতার কাটার পর সে পানিতে ডুবে যায়।
শফিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল ইতোমধ্যেই ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে।