বগুড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান আরিফের নিজস্ব উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১ হাজার পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, ছাত্রনেতা সজল ঘোষ।

এসময় আরো উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মার্কনী, কমিউনিটি পুলিশিং ফোরাম এর সাধারণ সম্পাদক আসাদুল হক কাজল, পৌর আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন মুকুল, রহমান নগর শাহী মসজিদের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, বগুড়া সড়ক বিভাগ ও ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, অ্যাডভোকেট মো. পারভেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights