বঙ্গবন্ধুকে ডিগ্রি দিতে ঢাবিতে বিশেষ সমাবর্তন, নিবন্ধন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লজ (অনারিজ কজা) (মরণোত্তর) ডিগ্রি প্রদান করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক বিশেষ সমাবর্তনে এ ডিগ্রি প্রদান করা হবে। গত ১ সেপ্টেম্বর থেকে সমাবর্তনে অংশ নিতে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দের নিবন্ধন শুরু হয়েছে।

সমাবর্তনে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহেনার উপস্থিত থাকার কথা রয়েছে। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

সমাবর্তনের জন্য নিবন্ধন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে (https://ssl.du.ac.bd/) স্ব-স্ব প্রোফাইলে লগইন করে বাম পাশের ‘Special Convocation’ মেন্যুতে ক্লিক করে নিবন্ধন ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
অন্য দিকে, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ এবং অ্যালামনাই সদস্যবৃন্দ https://convocation.du.ac.bd পোর্টালের Register মেন্যুতে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের জন্য রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নিবন্ধন নম্বর, অ্যালামনাইদের ক্ষেত্রে নিবন্ধিত মোবাইল নাম্বার, সাম্প্রতিক ছবি ও জাতীয় পরিচয়পত্রের কার্ডের স্ক্যানড কপি প্রয়োজন হবে।
উল্লেখ্য, শিক্ষার্থী, শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অ্যালামনাই প্রত্যেক ক্যাটাগরিতে আসন সংখ্যা নির্ধারিত। ফলে যেকোনো ক্যাটাগরিতে নির্ধারিত সংখ্যক নিবন্ধন সম্পন্ন হওয়ার সাথে সাথে উক্ত ক্যাটাগরির নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের পর শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্ব স্ব ড্যাসবোর্ড এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যবৃন্দ https://convocation.du.ac.bd পোর্টাল-এ লগইন করে স্যুভেনির সংগ্রহের রসিদ এবং রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করতে পারবেন।

স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে আগামী ২৩ ও ২৫ অক্টোবর শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যবৃন্দ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে স্যুভেনির, আমন্ত্রপত্র ও কস্টিউম সংগ্রহ করবেন। একই দিনে, শিক্ষার্থীরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে স্ব-স্ব অনুষদ থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights