বরিশালে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গত ২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গু আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া বৃদ্ধা আছিয়া বেগম (৭০) বরগুনার বাসিন্দা। তিনি বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পিরোজপুরে ৩ জন, বরগুনা, ভোলা ও পটুয়াখালীতে দুইজন করে মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আরো ১২২ জন রোগী বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় পাঁচ হাজার ৮১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে পাঁচ হাজার ৪৬৩ জন সুস্থ হয়েছেন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩১১ জন রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights