বরিশালে দু’টি ভোট কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দু’টি ভোট কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে নিরাপত্তা কর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ভোট কেন্দ্র দুটি। অপরদিকে একই উপজেলার ধামসর বাজারে এক ব্যবসায়ীর মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
উজিরপুর থানার ওসি জাফর আহমেদ জানান, গত শুক্রবার গভীর রাতে ওই উপজেলার হস্তিশুন্ড ইনস্টিটিউট কেন্দ্রের পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময় একই উপজেলার সানুহার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে পাট কাঠি দিয়ে আগুন দেয়ার চেষ্টা করে তারা। তবে নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, শনিবার সকালে একই উপজেলার ধামসর অক্সফোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেনের মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জাকির হোসেন জানান, রাতে ভোট কেন্দ্র পাহাড়া দিয়ে সকালে কেন্দ্রের সামনে মোটরসাইকেল রেখে একটি রেস্টুরেন্টে নাস্তা খেতে যান তিনি। এ সময় কে বা কারা তার মোটর সাইকেলটি পুড়িয়ে দেয়।
এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন উজিরপুর থানার ওসি জাফর আহমেদ।