বরিশালে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে সিরিজ অভিযান চালিয়ে ১ হাজার ৬শ পিস ইয়াবাসহ একজনকে পুলিশ আটক করেছে। এ সময় একজন পালিয়ে যায়। এ ঘটনায় ওই দুই জনকে অভিযুক্ত করে পুলিশ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
সোমবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৯ জুলাই বিকেলে নগরীর হেমায়েত উদ্দিন রোডের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা সহ সুমন ইসলাম (৪১) নামে একজনকে পুলিশ আটক করে।
তার দেয়া তথ্য অনুযায়ী বিমান বন্দর থানার পশ্চিম চহঠা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে জনৈক মো. রাসেল হাওলাদারের বাসা থেকে ১ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রাসেল পালিয়ে যায়।
এ ঘটনায় আটক সুমন ও পলাতক রাসেলকে অভিযুক্ত করে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।