বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে ৩ দিন পর আজ সূর্যের দেখা মেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দাঁড়িয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে শীতের তীব্রতা থেকে রক্ষায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন।

বরিশাল আবহাওয়া অফিস প্রধান বশির আহমেদ জানান, গত রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে রবিবার সকাল ৯টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০.৫ ডিগ্রি সেলিসিয়াস, শনিবার ছিলো ১০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের তীব্রতা থেকে রক্ষায় গত দুই দিনে সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা এবং নদী বন্দর এলাকার ছিন্নমূল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ও এবং জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights