বরিশাল মহানগর জামায়াতের আমীর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকেলে নগরীর আমতলার বাসা থেকে তাকে কোতয়ালী মডেল থানা পুলিশ তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারী মো. শাহআলম।
জামায়াত আমীরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, তার বিরুদ্ধে মামলা আছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও বিরোধী দলের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচীকে কেন্দ্রে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাসায় অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া।