বশেমুরকৃবিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সামার ২০২২) প্রথমবর্ষ ও স্নাতকোত্তর (উইন্টার ২০২২) প্রোগ্রামে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিভাগের আয়োজনে এ অরিয়েন্টেশন অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই নবাগত সকল ছাত্র-ছাত্রীদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান। কঠিন ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে বেছে নেয়ার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কৃষি বর্তমানে একটি সম্মানিত পেশা, খাদ্য নিরাপত্তা ও বৈশ্বিক জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় নবাগত শিক্ষার্থীগণ অগ্রসেনার ভ‚মিকায় ভবিষ্যতে আলোকিত কৃষিবিদ হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করবে। তিনি এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও ট্রাইমেস্টার সিস্টেমে শিক্ষা কার্যক্রমে প্রত্যেককে মনোযোগী হওয়ার আহবান জানান।

পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো: সিরাজুল ইসলাম তালুকদার।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা, আবাসিক হলের নিয়মাবলী, বিভিন্ন অনুষদের কোর্স কারিকুলাম বিষয়ে অনুষদীয় ডীন, প্রক্টর, প্রভোস্টগণ বিস্তারিত আলোকপাত করেন। এছাড়াও বিভিন্ন অনুষদ ও হলসমূহে আলাদা আলাদা পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অনুষদীয় ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, গ্রন্থাগার প্রধান, প্রক্টর, হল প্রভোস্টবৃন্দ, ভর্তিকৃত নতুন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights