বশেমুরকৃবির চতুর্থ সমাবর্তন ১৩ মে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) চতুর্থ সমাবর্তন আগামী ১৩ মে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর অনুশাসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় বিজ্ঞান একাডেমির সম্মানিত ফেলো এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজস্থানের বিরলা ইনস্টিটিউট অব টেকনোলজি এন্ড সায়েন্স এর সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শৌভিক ভট্টাচার্য্য।

আসন্ন চতুর্থ সমাবর্তনে মোট এক হাজার তিনশত জন গ্র্যাজুয়েট ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। তম্মধ্যে শুধু এমএস ও পিএইচডি থেকে ২০৬ জন এবং বিএস/ডিভিএম থেকে ৮৬৯ জন ও উভয় ডিগ্রি সম্পন্নকারী ২২৫ জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমাবর্তনের বর্ণিল সাজে সজ্জ্বিত হয়েছে। সমাবর্তন ঘিরে গ্র্যাজুয়েটবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল সোয়া ১০টায় অতিথিবৃন্দ ও গ্র্যাজুয়েটগণের আসন গ্রহণ, সমাবর্তন শোভাযাত্রা সহকারে সমাবর্তন ভেন্যুতে প্রবেশ সকাল ১১টা। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়ার স্বাগত বক্তব্য প্রদান সকাল সোয়া ১১টায়।
সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম। ভাইস-চ্যান্সেলর সমাবর্তন আয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন। উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights