বাগেরহাটে অনিয়মের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানে অভিযান
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলা উপজেলার ফেরিঘাট ও ইপিজেড এলাকায় অনিয়মের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে অভিযান কালে নোংরা পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করে জানান, মোংলা উপজেলার ফেরিঘাট ও ইপিজেড এলাকায় অনিয়মের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না টাঙানো, নোংরা পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।