বাগেরহাট টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু, সম্পাদক ইয়ামিন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের মুজিববর্ষ হলরুমে সংগঠনের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে একাত্তর টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তিকে সভাপতি ও যমুনা টিভির বগেরহাট জেলা প্রতিনিধি মো. ইয়ামিন আলীকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতভাবে ৯ সদস্যের কমিটি ঘোষণা করেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার।

আগামী দুই বছরের জন্য বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত এই কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি ডিবিসি নিউজের বাগেরহাট জেলা প্রতিনিধি ইসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা ভিশনের মোল্লা মাসুদুল হক, অর্থ সম্পাদক আরটিভির এস এম সামছুর রহমান।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন-বিটিভির নীহার রঞ্জন সাহা, মাছরাঙ্গা টিভির শওকত আলী বাবু, নিউজ ২৪ টিভির শেখ আহসানুল করিম এবং সময় টিভির আলী আকবর টুটুল।
এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শওকত আলী বাবু বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন গঠনতন্ত্র উপস্থাপন করলে, তা সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights