বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

বাজেটে সংস্কৃতি খাতে আরও অর্থ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি জাকির হোসেন ভূইয়া আজাদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হেলাল উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আবুল বাশার, রুহুল আমিন মাস্টার, মাহবুবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল, ভানু নাগ, মুক্তিযোদ্ধা এবিএম শরীফ উল্যাহ প্রমুখ।

সংস্কৃতিখাতে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তারা বলেন, সংস্কৃতি হলো একটি জাতির পরিচয় নির্ধারণের মাপকাঠি। ইতিহাস, ঐতিহ্য, নীতি-নৈতিকতা সামাজিক মূল্যবোধ, জ্ঞান-বিজ্ঞানের বিকাশ এবং সামগ্রিকভাবে জীবনবোধের প্রকাশ ঘটে জাতির সংস্কৃতি নির্মাণের মধ্য দিয়ে। নানাবিধ ষড়যন্ত্রকে মোকাবেলা করে আজ দেশে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের বাতাবরণ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে। অন্যান্য ক্ষেত্রে নানাবিধ অগ্রগতি হলেও সংস্কৃতি বিকাশ ও লালনের ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য অর্জিত হয়নি। এজন্য সাংস্কৃতিকবান্ধন সরকারের নিকট বরাদ্দ বাড়ানোর জোর দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights