বান্দরবানে ‘কেএনএফ’ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার ১
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়ি থেকে ‘কেএনএফ’ সংশ্লিষ্টতার অভিযোগে রেমথাং লিয়ান বম (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোয়াংছড়ি থানার ওসি পারভেজ আলী জানান, বুধবার সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলা সদর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে রাতে রোয়াংছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ওসি জানান, আটককৃত রেমথাং লিয়ান বম উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। আসামি রেমথাং লিয়ান বমকে বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়
বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট সাব ইন্সপেক্টর (সিএসআই) প্রিয়েল পালিত জানান, দুপুরে আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হকের আদালতে তোলা হলে প্রাথমিক শুনানি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে রুমা, থানচি, রোয়াংছড়ি ও সদর থানার মোট ২১টি মামলায় ‘কেএনএফ’ সংশ্লিষ্টতা এবং রুমা ও থানচি ব্যাংকে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন নারীসহ ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।