বান্দরবান জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই এবং ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার সকালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। পরে প্রফেসর থানজামা লুসাই পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণপত্রে সই করেন।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত ২৮টি সরকারি বিভাগের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ সরকার মনোনীত পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং তার পরিষদ সদস্যরা অফিস করছেন না। এর ফলে ন্যস্ত বিভাগসহ পরিষদের স্বাভাবিক কাজে সীমাহীন অচলাবস্থা দেখা দেয়।

এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গত ৭ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট নতুন অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বান্দরবান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর থানজামা লুসাইকে চেয়ারম্যান করা হয়।

প্রফেসর থানজামা লুসাই ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights