‘বিএনপি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে কাজ করবে’
ভোলা প্রতিনিধি
ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী ও দৈনিক খবরপত্র পত্রিকার প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে কাজ করবে।
মঙ্গলবার বিকালে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাফরুজা সুলতানা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বর্তমানে রাষ্ট্র মেরামতের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। আগামী দিনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল্যাণে কাজ করবে।
উপজেলার ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু ও সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টিসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।