বিগবেনের চূড়ায় ফিলিস্তিনের পতাকা, ১৬ ঘণ্টা পর গ্রেফতার
অনলাইন ডেস্ক
লন্ডনের ঐতিহাসিক বিগবেন টাওয়ারের চূড়ায় উঠে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন এক যুবক। সেখানে প্রায় ১৬ ঘণ্টা অবস্থানের পর পুলিশ তাঁকে গ্রেফতার করে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।
সকাল ৭টার পরপরই লন্ডনের ওয়েস্টমিনস্টারে অবস্থিত এলিজাবেথ টাওয়ারে উঠে পড়েন ফিলিস্তিনপন্থী ওই অ্যাকটিভিস্ট। মুহূর্তের মধ্যে নিরাপত্তা বাহিনীর অ্যালার্ম বাজতে শুরু করে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল। এ সময় ওয়েস্টমিনস্টার ব্রিজ বন্ধ করে দেওয়া হয় এবং পার্লামেন্ট এলাকায় পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।
দিনভর উদ্ধার প্রচেষ্টা চললেও ওই খালি পায়ে থাকা প্রতিবাদকারী নিজের শর্তেই নিচে নামতে রাজি ছিলেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্রেন ব্যবহার করে তাঁর সঙ্গে আলোচনা চালান, কারণ তাঁর পায়ের চোট ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
এ সময় তিনি একটি ভিডিও ধারণ করেন, যেখানে দেখা যায় পুলিশ সদস্যরা তাঁকে নিচে নামার অনুরোধ করছেন। কিন্তু তিনি দাবি করেন, এটি ‘পুলিশি দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সহিংসতার’ অংশ।
অবশেষে মধ্যরাতের পর জরুরি বাহিনীর তৃতীয় দফার প্রচেষ্টায় তাঁকে নিচে নামানো সম্ভব হয়। রাত ১টার দিকে মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে’। বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিবাদকারীর অবস্থান, পুলিশ সদস্যদের নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই দীর্ঘ সময় লেগেছে’।
ঘটনার সময় টাওয়ারের অলংকৃত পাথরের গায়ে ফিলিস্তিনি কেফিয়াহ জড়িয়ে রেখেছিলেন ওই যুবক। এদিকে, পুলিশ ব্যারিকেডের বাইরে থাকা সমর্থকেরা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে থাকেন।
এ ঘটনার পর ব্রিটিশ সংসদ সদস্য বেন ওবিসে-জেকটি পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিকে, ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডের টার্নবেরি গলফ রিসোর্টে প্রবেশ করে প্রতিবাদ জানায়। তারা রিসোর্টের গাছপালায় ‘গাজা বিক্রির জন্য নয়’ লিখে স্প্রে করে এবং ভবনগুলোর গায়ে লাল রং ছিটিয়ে দেয়।
ওয়েস্টমিনস্টার এলাকায় দীর্ঘ সময় ধরে চলা এই প্রতিবাদ ও গ্রেপ্তারের ঘটনায় জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আনাদোলু