‘বিগ বস ওটিটি’: মিয়া খলিফার উপস্থিতির গুঞ্জন, যা বললেন সালমান

অনলাইন ডেস্ক
‘বিগ বস’ নিয়ে বিতর্ক এখন স্বাভাবিক ঘটনা। অনেকেই অশ্লীলতার মতো অভিযোগ আনেন এই শো’র বিরুদ্ধে। তবে ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ ক্ষুণ্ণ হতে দেবে না বলে আশ্বস্ত করলেন ‘বিগ বস ওটিটি’ শো’র সঞ্চালক সালমান খান।

টেলিভিশনের পর ওটিটি ‘বিগ বস’ও সামলাবেন মিস্টার খান। এ বিষয়ে সালমান বলেছেন, ‌‘দর্শকের প্রত্যাশা নিয়ে আমি সচেতন। এমন কিছু এখানে হবে না যাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হয়।’

১৭ জুন থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজন। সেখানে নাকি দেখা যাবে মিয়া খলিফাকে। যদিও এ প্রসঙ্গে কিছুই জানাননি মিয়া খলিফা কিংবা বিগ বস কর্তৃপক্ষ। তবে ভারতীয় কিছু গণমাধ্যমের খবর বলছে, ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজনে প্রস্তাব পেয়েছেন মিয়া। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে আত্মপ্রকাশ করবেন নায়িকা। এই খবর নিয়ে শোরগোল পড়তেই শালীনতা রক্ষার বিষয়ে আশ্বাস দিলেন সালমান।
সালমান বলেছেন, ‘আমি সব সময়ে ‘বিগ বস’ নিয়ে উৎসাহী থেকেছি। বিগ বস ওটিটিতে আসছি এই প্রথম। মনে হয় না এতে সেন্সরের বাড়াবাড়ি থাকবে, তবে যা খুশি তা-ই করা যাবে না। যদি পরিস্থিতি চাপের হয়, আমি নিজেই সামলে নেব। দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি ভুললে চলবে না।’

সলমন আরও বলেন, ‘ফারহা খান এবং করন জোহর থাকতে পারেননি বলেই আমায় ‘বিগ বস্‌ ওটিটি’তে থাকতে হচ্ছে। কোনও খারাপ কিছু বরদাস্ত করব না।’

সূত্র: নিউজ ১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights