‘বিজয় না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। শনিবার দুপুরে শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় দক্ষিণ জেলা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, একতরফা ডামি নির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে কবজা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে আওয়ামী লীগ। একপাক্ষিক নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। তারা নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে। তাই গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, জেলা বিএনপির নেতা মুজিবুর রহমান চেয়ারম্যান, খোরশেদ আলম, মফজল আহমেদ চৌধুরী, নুরুল কবীর, হাজী মো. রফিক, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মো. লোকমান মাস্টার, রেজাউল হক চৌধুরী, আবু কালাম আবু চেয়ারম্যান, চন্দনাইশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চন্দনাইশ পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার উদ্দিন প্রমুখ।