বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের পূবাইল এলাকায় বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পূবাইল সাপমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি ও ৪’শ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার যুবকের নাম নাদিম (৪৫)। তিনি পূবাইলের সাপমারা এলাকার মতিউর রহমানের ছেলে।
আজ বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) নূর মোহাম্মদ নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলন তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নাদিমকে তার বড় বোন ইলামনির বাসা থেকে গ্রেফতার করে। এ সময় ওই ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ৪’শ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।