বিশ্বকাপের চেয়েও আইপিএল জেতা কঠিন!

অনলাইন ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সমালোচনার মুখে পড়েছে ভারত। আইপিএলের বাড়াবাড়ি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। কারো মতে আইপিএলে মনোযোগী হতে গিয়েই ভারত বিশ্ব ক্রিকেটের বড় আসরে মুখ থুবড়ে পড়ছে।

অনেকে আইপিএলে পুরোটা উজাড় করে দেওয়া ভারতীয় ক্রিকেটারদের দেশপ্রেম নিয়েও তুলছেন প্রশ্ন। তবে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বলছেন, ‘আইপিএল জেতা কিন্তু খুব সোজা নয়। যথেষ্ট কঠিন একটা প্রতিযোগিতা। বিশ্বকাপ জেতার থেকেও কঠিন আইপিএল জয়। প্লে-অফে উঠতে ১৪টা ম্যাচ খেলতে হয়। বিশ্বকাপে চার-পাঁচটা ম্যাচ খেললেই সেমিফাইনালে পৌঁছে যাওয়া যায়। আইপিএলে চ্যাম্পিয়ন হতে গেলে ১৭টি ম্যাচ খেলতে হয়।’

সৌরভ আরও বলেছেন, ‘আমার রোহিতের ওপর পুরো ভরসা আছে। সে এবং ধোনি আইপিএলে ৫টি শিরোপা জিতেছে। আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন। কারণ, আইপিএলে ১৪ ম্যাচ খেলে আপনাকে প্লে অফে যেতে হয়। বিশ্বকাপে তো ৪-৫ ম্যাচ খেলেই সেমিফাইনালে যাওয়া যায়। আইপিএলে চ্যাম্পিয়ন হতে ১৭ ম্যাচ খেলতে হয়।’
সবশেষ ২০১৩ সালের আইসিসি ট্রফি জেতে ভারত। এরপর গত এক দশকে আইসিসির আর কোনো ট্রফি জিততে পারেনি তারা। সব সংস্করণ মিলিয়ে এ সময়ে ভারত খেলেছে চারটি ফাইনাল। শুধু ফাইনাল নয়, গত ১০ বছরের মধ্যে ভারত হেরেছে চারটি সেমিফাইনালেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights