বিশ্বনাথে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
দেশব্যাপী বিএনপি-জামাতের অবরোধ-হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ। বৃহষ্পতিবার বিকাল ৩টায় পৌরশহরের পুরাতনবাজার থেকে সমাবেশ পূর্ববর্তী এক মিছিল বের করে দলটি।

পৌরশহরের বিভিন্ন মোড় প্রদক্ষিন শেষে বাসিয়া ব্রীজের দক্ষিন পাশে সমাবেশে রূপ নেয় মিছিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন দলটির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমদ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত চক্র আন্দোলনের নামে নাশকতা করছে। দেশের সাধারণ মানুষের জান-মানের ক্ষতি সাধন করে ক্ষমতা দখলে নিতে অগ্নি সন্ত্রাসেরা। আওয়ামী লীগ সর্বদা সচেষ্ট রয়েছে, তাদের নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights