বীরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এ্যাম্বুলেন্স, জরুরি বিভাগসহ অন্যান্য সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানবন্ধন করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজ সুলতানা লুনা, মেডিকেল অফিসার ডা. আজাদ রহমান, ডা. শায়লা পারভীন, ডা. অমৃত সরকার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আরিফ মাহমুদ, ক্যাশিয়ার মোঃ গোলাম মওলা, ফার্মাসিস্ট মুনমুন রায় ও মোঃ মইলুন হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights