বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বুয়েট ক্যাস্পাসে দুই শিফটে সকাল ১০টা থেকে সকাল ১১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বুয়েটের দুই ধাপের ভর্তি পরীক্ষার আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে মূল ভর্তি পরীক্ষা। শনিবার অনুষ্ঠিত প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি শিফটের ১ম থেকে ৩০০০তম শিক্ষার্থীকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে।

এবছর পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট এক হাজার ৩০৯ টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাক নির্বাচনী পরীক্ষা অংশ নিয়েছে ১৮ হাজার ২২৫ শিক্ষার্থী। এতে প্রথম শিফটে ৯ হাজার ১১৩ জন এবং দ্বিতীয় শিফটে ৯ হাজার ১১২ জন শিক্ষার্থী অংশ নেন। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা আগামী ২৭মে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মূল ভর্তি পরীক্ষা লিখিত আকারে দুই ঘণ্টাব্যাপী দুই শিফটে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউল-এ ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মডিউল-বি ‘খ’ গ্রæপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি।

২৬ জুনের মধ্যে চুড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights