বেঁচে আছে খিলক্ষেতের সেই কিশোর

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেত এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার রবিউল মিয়া (১১) নামের ওই কিশোর বেঁচে আছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গণপিটুনির শিকার রবিউলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এ মুহূর্তে তাকে শঙ্কা মুক্ত বলা যাচ্ছে না।

এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে পুলিশি হেফাজতে গণপিটুনির শিকার হয় রবিউল মিয়া। এ সময় ওই কিশোর ছাড়াও খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আশিকুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে গণপিটুনিতে ওই কিশোর মারা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাকিদের একই হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights