বেনজীরের দখল করা বনভূমি ১৫ এপ্রিলের মধ্যে উদ্ধারে আলটিমেটাম

গাজীপুর প্রতিনিধি

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখল করা বনের জমি উদ্ধারের দাবি জানিয়েছে গাজীপুরের পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষ। ১৫ এপ্রিলের মধ্যে বনের জমি উদ্ধার করে দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময়ের মধ্যে তা না করলে ১৬ তারিখ ঢাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আলটিমেটাম দেওয়া হয়েছে। গতকাল গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বর্তমান মহাসচিব এ কে এম রিপন আনসারী। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ডা. বোরহান উদ্দিন অরণ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন, পরিবেশবিষয়ক সম্পাদক এম ইউ আহমেদ ভুইয়া রিমন, দফতর সম্পাদক মো. জাকারিয়া, উন্নয়ন সম্পাদক ফাহিমা নূর, সহ দফতর সম্পাদক আলী আজগর খান পিরু, রাতুল ম ল, আনোয়ার হোসেন, শিক্ষক নেতা হাজী মুছাদ্দিকুর রহমান, কারুজ্জামান, শামীম মোহাম্মদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৪ সালে বেনজীর আহমেদ ভাওয়াল গড়ের ২০ বিঘা জমি জবরদখল করেন পুলিশি প্রহরায়। রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা কীভাবে এই জঘন্যতম অন্যায় কাজটি করলেন তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে। একই সঙ্গে বন বিভাগ জবরদখলকৃত বনভূমি উদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছে তাও জানাতে হবে। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনার স্মৃতিবিজড়িত ভাওয়াল গড় একজন সরকারি কর্মচারী, সরকারি বাহিনী ব্যবহার করে কীভাবে জবরদখল করলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে সরকারী কর্মচারীদের আয়-ব্যয়ের চিত্র তুলে ধরে বলা হয়, এমন সরকারি কর্মচারীও আছে যে, মেয়ের বিয়ে দিতে ব্যাংক থেকে ঋণ নিতে হয় আর বেনজীর আহমেদ তার মেয়ের ৩০ মিনিটের বিশ্রামের জন্য সাড়ে ৩ কোটি টাকার অভিজাত ফ্ল্যাট কিনেছেন- সমাজে এমন বৈষম্য চরম লজ্জার। সাংবাদিকদের হুমকিধমকির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে মানববন্ধনে বলা হয়, সত্য খবর দিলে যদি সাংবাদিকদের হয়রানি করা হয় তবে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন সবার সঙ্গে রাজপথে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights